ডাচদের উড়িয়ে সেমির প্রস্তুতি সারল ভারত

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-12 22:05:40

সবার আগে সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। হারেনি একটি ম্যাচও। স্বাভাবিকভাবেই ফুরফুরে মেজাজে টিম ইন্ডিয়া। সেমির আগে নিজেদের ঝালিয়ে নিতে শেষ ম্যাচে মাঠে নামে নেদারল্যান্ডসের বিপক্ষে। এরপর ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ডাচদের টার্গেট ছুড়ে ৪১১ রানের। বিশাল সেই লক্ষ্যের বিপরীতে ডাচরা থেমেছে ২৫০ রানে। ভারতের ১৬০ রানের জয়ের ম্যাচে বোলার হিসেবে হাত ঘুরাতে দেখা গেছে বিরাট কোহলি, শুভমান গিল ও সূর্যকুমার যাদব ও রোহিত শার্মাকেও।

এ হারে বিশ্বকাপের সঙ্গে চ্যাম্পিয়নস ট্রফি থেকেও বাদ পড়তে হয়েছে ডাচদের। অন্যদিকে চ্যাম্পিয়নস ট্রফিতে খেলা নিয়ে শঙ্কা দূর হয়েছে বাংলাদেশের।

ব্যাঙ্গালুরুতে ডাচদের ৪১১ রানের পাহাড়সম টার্গেট ছুড়ে বোলিংটা বেশ মজা করেই সেরেছে ভারত। বল করেছেন মোট ৯ জন। বিরাট-রোহিত তো উইকেটও নিয়েছেন। মূলত, সেমির আগে মূল বোলারদের কিছুটা বিশ্রাম দিতেই এ পন্থা ভারতের। তাতে অবশ্য সাফল্যও পেয়েছে দলটি। নিয়মিত বোলারের বাইরে তিন ওভার হাত ঘুরিয়ে ১৩ রান খরচায় ১ উইকেট তুলেছেন বিরাট।

রান তাড়া করতে নেমে এদিন অবশ্য শুরুতে উইকেট হারালেও ম্যাক্সও’ডাউড ও অ্যাকারম্যান ভারতীয় বোলারদের জবাবটা দিচ্ছিলেন বেশ দক্ষতার সঙ্গেই। তবে স্পিন আসতেই গড়বড় করে ফেলে অ্যাকারম্যান। কুলদীপের প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়ে উইকেট ছাড়তে হয় তাকে। এরপর ও’ডাউড ফিরেন ৩০ রানে।

মাঝে স্কট এডওয়ার্ডস ও বাস ডে লিড কিছু সময় এঙ্গেলবেখটকে সঙ্গ দিলেও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। মূলত, এদিন ডাচদের লক্ষ্যটাই ছিল হারের ব্যবধান কামানো। আর সেটাই করেছে তারা। শেষ দিকে এঙ্গেলবেখটের ৪৫, তেজা নিদামানুরুর ৫৪ রানে ডাচদের ইনিংস থামে ২৫০ রানে।

এর আগে ব্যাঙ্গালুরুতে টসে জিতে ব্যাট করতে নেমে রোহিত-গিল জুটিতে ১২ ওভারের আগেই দলীয় শতক পূর্ণ করে ভারত। এরপর ফিফটি তুলে গিল-রোহিত ও বিরাট কোহলি ফিরলেও দলকে রান পাহাড়ের চূড়ায় নিয়ে যান শ্রেয়াস আইয়ার ও লোকেশ রাহুল। শ্রেয়াস ও রাহুলের সেঞ্চুরিতে ভারতের ইনিংস থামে ৪ উইকেটে ৪১০ রানে। যা এই বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

এ সম্পর্কিত আরও খবর