জাতীয় ক্রিকেট লিগ চ্যাম্পিয়ন ঢাকা বিভাগ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-12 20:14:58

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সিলেট বিভাগকে ৫ উইকেটে হারিয়ে আনুষ্ঠানিকভাবে এবারের এনসিএলের চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের নাম লেখাল ঢাকা বিভাগ। এ নিয়ে টানা সপ্তমবারের মতো এনসিএলের চ্যাম্পিয়ন হলো তারা। এবারের আসরে মোট ৫ ম্যাচের মধ্যে ৪টিতে জিতেছিল ঢাকা, একটিতে করেছিল ড্র। যার ফলে ৩৭ পয়েন্ট নিয়তে চ্যাম্পিয়ন হয়েছে তারা।

এবারের আসরে রানার্স আপ দল, ঢাকা মেট্রো। ১৪ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আছে তারা। এর আগে, সবশেষ ২০২১-২২ মৌসুমে শিরোপা জিতেছিল দলটি।

ঢাকার বিপক্ষে ম্যাচ জিততে শেষ দুই দিনে ১৭০ রান করতে হতো সিলেটকে। অন্যদিকে শিরোপা উদযাপন করতে ঢাকার প্রয়োজন ছিল ৬ উইকেট। চতুর্থ দিনে অবশ্য ঢাকার জয়ের পথে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন সিলেট অধিনায়ক জাকির হাসান।

তৌহিদুল ও রাহাতুলকে নিয়ে দলকে জয়ের পথে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। তবে অধিনায়ককে সঙ্গ দিতে পারেননি তারা। এরপর ৪৪ রানে ফিরে যান জাকিরও। এরপর দলটি গুটিয়ে যায় ১৫৭ রানে। আর তাতেই ৫২ রানের জয়ে নিশ্চিত হয় ঢাকার সপ্তম শিরোপা।

এ সম্পর্কিত আরও খবর