অধিনায়ক হিসেবে দায়িত্ব নিতে প্রস্তুত আছেন নাজমুল শান্ত

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-11 21:21:42

অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের পর সংবাদ সম্মেলনে নাজমুল হোসেন শান্ত জানান যে, তিনি বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব পালন করতে প্রস্তুত আছেন। পরিস্থিতি অনুযায়ী যদি তাকে এই বড় দায়িত্বটি পালন করতে হয় তাহলে বেশ ভালোভাবেই তিনি তা করে দেখাবেন।

চোটের কারণে পুনেতে অজিদের বিরুদ্ধে আজ মাঠে নামতে পারেননি সাকিব আল হাসান। এবারের বিশ্বকাপ সফরে অধিনায়কের দায়িত্বটি সাকিবের কাঁধেই ছিল। ভালোভাবে তা পালনও করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। তবে এই আসরে চোট বেশ ভুগিয়েছে তাকে। চোটের কারণে ভারত ও অস্ট্রেলিয়া ম্যাচ খেলতে পারেননি সাকিব।

সাকিবের সঙ্গে সহ-অধিনায়কের দায়িত্বে ছিলেন শান্ত। চোটের ফলে খেলতে না পারা দুইটি ম্যাচে সাকিবের পরিবর্তে অধিনায়কের দায়িত্বটি পালন করেছেন তিনি। অধিনায়ক হিসেবে তার অভিজ্ঞতা যথাক্রমে ৭ ও ৮ উইকেটের বড় হার। তবে এই হারগুলো থেকেও অনেক কিছু শিখেছেন বলে জানিয়েছেন শান্ত, ‘দুটো ম্যাচই জিততে পারিনি। দুটোই বড় দলের বিপক্ষে ছিল তাই চাপ ছিল। আমার মনে হয় অনেক কিছু শিখতে পেরেছি। ভবিষ্যতে এগুলো কাজে দেবে।’

ওয়ানডেতে আর নেতৃত্ব দিবেন না সাকিব সেটি আগেই জানিয়ে দিয়েছেন। চোটের কারণে বিশ্বকাপের পর নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজটিতেও মাঠের বাইরে থাকবেন সাকিব। তার অনুপস্থিতিতে ওয়ানডেতে বেশ ভালোই নেতৃত্ব দিয়ে দেখিয়েছেন নাজমুল শান্ত। এবার টেস্ট ক্রিকেটেও সেই দায়িত্ব নিতে প্রস্তুত আছেন কিনা এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বেশ কয়েক দিন ধরেই তো করছি (অধিনায়কত্ব)। আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে, আমি প্রস্তুত। যদি সুযোগ আসে, এটা ভালোভাবে করতেই প্রস্তুত।’

 

এ সম্পর্কিত আরও খবর