পাকিস্তানের স্বপ্ন ভেঙে ৩৩৮ রানের টার্গেট ইংল্যান্ডের

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-11 18:43:49

 

সেমিফাইনালে যেতে ইংল্যান্ডের দেওয়া টার্গেট মাত্র ৬.৪ ওভারের মধ্যেই টপকে যেতে হতো পাকিস্তানকে। যা প্রায় অসম্ভব। বরং সহজ ছিল আগে ব্যাট করে ইংল্যান্ডকে বড় টার্গেট ছুড়ে দিয়ে ২৮৭ রানের বড় জয় নিশ্চিত করা। যদিও সেখানে শুরুতেই টস ভাগ্যে হেরে বসে পাকিস্তান। সেমিফাইনালে খেলার স্বপ্নটাও ওখানেই শেষ বাবর আজমের দলের।

এরপর লক্ষ্যটা হয়ে দাঁড়ায় ইংল্যান্ডকে যতটা কমে সম্ভব আটকে জয়ে বিশ্বকাপ শেষ করা। সেখানেও অনেকটা ব্যর্থ পাকিস্তানি বোলাররা। কলকাতায় পাকিস্তানের বিপক্ষে ৩৩৮ রানের বিশাল টার্গেট ছুড়েছে ইংল্যান্ড।

এদিন টসে জিতে ব্যাট করতে নেমে ইংল্যান্ডকে দারুণ শুরু এনে দেয় দুই ওপেনার জনি বেয়ারস্টো ও ডেভিড মালান। পাওয়ার প্লেতেই স্কোরবোর্ডে জমা করে ৭১ রান। এরপর অবশ্য ৩১ রানে মালানকে ফিরতে হয়েছে। তবে অপরপ্রান্তে ফিফটি তুলে নিয়েছেন বেয়ারস্টো। ৬১ বলে ৫৯ রানে বেয়ারস্টো ফিরলেও দলকে চাপে পড়তে দেননি জো রুট ও বেন স্টোকস। দু’জনে মিলে তৃতীয় উইকেট জুটিতে যোগ করেন ১৩২ রান। বড় সংগ্রহের ভিত পেয়ে যায় ইংল্যান্ড।

এরপর রুট ৬০ ও স্টোকস ৮৪ রানে ফিরলেও দলকে বড় সংগ্রহ এনে দেন জস বাটলার (২৭) ও হ্যারি ব্রুকস (৩০)। শেষদিকে দু’জন ফিরেলেও তাদের আগ্রাসী ব্যাটিংয়ে ৯ উইকেট খরচায় পাকিস্তানকে ৩৩৮ রানের টার্গেট ছুড়ে ইংল্যান্ড।

 

এ সম্পর্কিত আরও খবর