ইংল্যান্ডকে সেমিতে দেখছেন বাটলার

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-16 19:05:55

হোঁচট দিয়ে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। আগের আসরে নিউজিল্যান্ডকে হারিয়ে শিরোপা উঁচিয়ে ধরেছিল তারা। তবে এবার তাদের কাছে পাত্তাই পায়নি বাটলার-রুটরা। পরের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ১৩৭ রানের বিশাল জয়ে অবশ্য ভালোভাবেই ফিরেছিল ইংলিশরা।

তবে তৃতীয় ম্যাচে সাক্ষী হল এক অঘটনের। ২০১৯ সালে যেবার ইংল্যান্ড তাদের প্রথম শিরোপা জেতে, সেখানে আফগানরা ছিল জয়শুন্য। তাদের বিপক্ষেই এবার হারল ইংলিশরা। এমন হারে বড় ধাক্কা খেলেও আত্মবিশ্বাস হারাননি দলটির অধিনায়ক জস বাটলার। যদিও ইংল্যান্ডের সামনের যাত্রা মোটেও সোজা না। স্বাগতিক ভারত, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ডরা ধরে রেখেছে তাদের ফর্ম। অন্যদিকে শক্তি-সামর্থ্যের বিচারে অস্ট্রেলিয়া, পাকিস্তান থাকছে সম্ভাবনায়। তাই শেষ চারে পৌঁছাতে কঠিন কিছুকেই জয় করতে হবে আগের আসরের চ্যাম্পিয়নদের।

বাটলার বলেন, “আমাদের সেই বিশ্বাস রাখতে হবে। এটি অবশ্যই একটি বড় ধাক্কা (আফগানদের বিপক্ষে ৬৯ রানের হার)৷ টুর্নামেন্ট শুরু হওয়ার আগে প্রথম তিনটি ম্যাচ কীভাবে শেষ হবে সে সম্পর্কে আমাদের ভিন্ন ধারণা ছিল৷”

দলে আছে একাধিক তারকা খেলোয়াড়। তাতেই বিশ্বাস রাখছেন বাটলার এবং লড়াই করে ফিরে আসার কথাও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর