মুশফিকের পর হৃদয়েরও বিদায়, শেষের কাছে বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-10-13 17:46:56

১২.১ ওভারে চার উইকেট খুইয়ে বসা বাংলাদেশ যে শেষ পাওয়ারপ্লে পর্যন্ত টিকে আছে, তাতে বড় অবদানটা মুশফিকুর রহিমের। দারুণ এক ফিফটি করে দলকে উদ্ধার করেছেন বিপদ থেকে। তবে বড় রানের দিশা অবশ্য দিতে পারেননি। তার আগেই ফিরেছেন। ৬৬ রানে ম্যাট হেনরির বলে বোল্ড হয়ে ফিরে গেছেন মুশফিক। এর একটু পর তার পথ ধরেছেন তাওহিদ হৃদয়ও। তাতেই বাংলাদেশ চলে এসেছে ইনিংস শেষের খুব কাছে। 

৫৬ রানে চার উইকেট পড়ার পর মুশফিক আসেন ক্রিজে। শুরু থেকেই তিনি ছিলেন সপ্রতিভ। নিউজিল্যান্ড বোলারদের খেলছিলেন বেশ সাবলীলভাবে। অধিনায়ক সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে গড়েন সেঞ্চুরি ছুঁইছুঁই জুটি। 

সেটা তিন অঙ্কে পৌঁছায়নি শেষমেশ, সেটা সাকিবের বিদায়ের কারণে। তবে এরপরও তিনি এগোচ্ছিলেন বেশ। তখন মনে হচ্ছিল হাফ সেঞ্চুরির পর সেঞ্চুরিটাও বুঝি তুলেই নেবেন তিনি। 

সেটা শেষমেশ হয়নি ম্যাট হেনরির কল্যাণে। তার করা স্লোয়ারটা বুঝতেই পারেননি মুশফিক। বোল্ড হয়ে ফেরেন ব্যক্তিগত ৬৬ রানে।

তার বিদায়ের পর ইনিংস এগিয়ে নেওয়ার গুরুদায়িত্বটা এসে পড়ে হৃদয় আর মাহমুদউল্লাহর কাধে। সেটা অবশ্য হৃদয় পালন করতে পারেননি ঠিকঠাক। মুশফিকের বিদায়ের ২ ওভার পর বোল্টের বলে ক্যাচ দেন মিচেল স্যান্টনারের হাতে। বাংলাদেশ চলে যায় শেষের আরেকটু কাছে।

এ সম্পর্কিত আরও খবর