নিউজিল্যান্ডকে হারাতে প্রত্যয়ী বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-10-12 20:33:53

শুরুটা ভালোই হয়েছিল বাংলাদেশের। আফগানিস্তানের বিপক্ষে বিশাল এক জয় পেয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচেই আবার দীনহীন রূপ ধারণ করেছে দল। ইংল্যান্ডের বিপক্ষে সেই হারকে পেছনে ফেলে নিউজিল্যান্ডকে হারাতে প্রত্যয়ী বাংলাদেশ।

আগামীকাল বিকেলে যখন চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দল, তার আগে অবশ্য সাকিব আল হাসানদের বেশ আত্মবিশ্বাসীই মনে হলো। নাজমুল হোসেন শান্ত জানালেন, ভুল শুধরে সামনের দিকে তাকাচ্ছে দল। 

তিনি বলেন, ‘লম্বা একটা টুর্নামেন্ট। এমন না যে ৯ ম্যাচেই আমরা জিতব। এখানে হার-জিত থাকবে। এখান থেকে আমরা কিভাবে ক্যামব্যাক করতে পারি, সেটা নিয়ে কথা হয়েছে। সেটা নিয়ে পরিকল্পনা করা হয়েছে।’

গতকাল অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা ম্যাচ দিয়ে শেষ হয়েছে সব দলের দুটো করে ম্যাচ। সেমিফাইনালের পথটা এখনো খোলা সব দলের সামনে। তবে শান্ত জানালেন, বাংলাদেশ এখনো সে ভাবনায় যাচ্ছে না। তিনি বলেন, ‘প্রত্যেকটা ম্যাচই আমাদের জন্য জরুরি। আমার মনে হয় না, এখনই সেমিফাইনাল নিয়ে চিন্তা করা খুব জরুরি। একটা একটা করে ম্যাচ যেতে চাই। যদি কালকের (আজ) ম্যাচটা ভালোভাবে শেষ করি তাহলে যে লক্ষ্যটা থাকবে সেখানে বেশ ভালভাবে এগোতে পারব।’

 

এ সম্পর্কিত আরও খবর