ডি ককের সেঞ্চুরিতে দক্ষিণ আফ্রিকার বড় পুঁজি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2023-10-12 19:25:48

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে ৩১২ রানের টার্গেট দিয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের হয়ে  সর্বোচ্চ ১০৯ রান করেছেন বাঁহাতি ওপেনার কুইন্টন ডি কক।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা বেশ দেখেশুনেই করে দক্ষিণ আফ্রিকা। তবে পাওয়ারপ্লের পরেই রানের গতি বাড়ায় প্রোটিয়ারা। ওপেনার টেম্বা বাভুমা ৩৫ করে আউট হন। মাত্র ২৬ রান করে আউট হন আগের ম্যাচের সেঞ্চুরিয়ন রাসি ভান ডার ডুসেন। তবে উইকেটের অপর প্রান্তে আগ্রাসী ভঙ্গিতে ব্যাট করতে থাকেন আরেক ওপেনার কুইন্টন ডি কক। মাত্র ৯০ বলেই করেন সেঞ্চুরি। যা এই বিশ্বকাপে তার দ্বিতীয়। তবে দলীয় ১৯৭ রানে গ্লেন ম্যাক্সওয়েলের বলে আউট হন ডি কক।

এরপর কিছুটা হলেও স্বস্তি ফেরে অজি শিবিরে। ডি কক আউট হলে দক্ষিণ আফ্রিকার হয়ে হাল ধরেন দুই ব্যাটার এইডেন মার্করাম এবং হেনরিক ক্লাসেন। তবে দলীয় ২৬৩ এবং ২৬৭ রানের মধ্যে এই দুই ব্যাটারের উইকেট হারালে রানের গতি কিছুটা মন্থর হয় দক্ষিণ আফ্রিকার। তবে শেষের দিকে ডেভিড মিলারের ২২ বলে ২৬ এবং মার্কো ইয়ানসেনের ১৩ বলে ১৭ রানের ক্যামিওর উপর ভিত্তি করে নির্ধারিত ৫০ ওভার শেষে ৩১১ রানে থামে  দক্ষিণ আফ্রিকার ইনিংস।  

অস্ট্রেলিয়ার হয়ে মিচেল স্টার্ক এবং গ্লেন ম্যাক্সওয়েল নিয়েছেন সর্বোচ্চ দুটি করে উইকেট।

 

এ সম্পর্কিত আরও খবর