বিশ্বকাপে সবচেয়ে বেশি সেঞ্চুরি রোহিতের ঝুলিতে

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-10-11 20:40:24

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাত্র ৬১ বলে সেঞ্চুরি করেছেন অধিনায়ক রোহিত শর্মা। শেষ খবর পাওয়া পর্যন্ত ভারতের সংগ্রহ ২১ ওভার শেষে ১ উইকেটে ১৭২ রান।

আফগানিস্তানের দেয়া ২৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুর প্রথম কয়েক ওভার দেখেশুনে খেলেন দুই ভারতীয় ওপেনার রোহিত শর্মা এবং ঈষান কিশান। তবে এরপরই তান্ডব শুরু করেন রোহিত। এখন পর্যন্ত অপরাজিত আছেন ১০৭ রানে। আর এতেই বিশ্বকাপ ক্রিকেট ইতিহাসের সবচেয়ে ৭ সেঞ্চুরির মালিক হন তিনি।

এর আগে এই বিশ্বকাপে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ডটি ছিল ভারতের শচীন টেন্ডুলকারের। তার সেঞ্চুরি সংখ্যা ৬টি। পরের অবস্থানে শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটার কুমার সাঙ্গাগারার সেঞ্চুরি সংখ্যা ৫টি।

এদিন রোহিতকে দারুণ সঙ্গ দিয়েছেন কিষান। আউট হওয়ার আগে করেছেন ৪৭ বলে ৪৭। আফগানিস্তানের হয়ে এখন পর্যন্ত ১টি উইকেট নিয়েছেন লেগস্পিনার রশিদ খান।

এ সম্পর্কিত আরও খবর