ওয়ানডে ক্রিকেটে অধিনায়কত্ব করবেন না বলে জানালেন তামিম ইকবাল।
বৃহস্পতিবার (৩ আগস্ট) সন্ধ্যায় বিসিবি সভাপতির বাসায় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন ও অপারেশন্স কমিটির প্রধান জালাল ইউনুসের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে তামিম বলেন, দলের কথা চিন্তা করে ওয়ানডে অধিনায়কত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি।
এ সময় বিসিবি সভাপতি বলেন, তামিম তাকে বলে দিয়েছেন যে ওয়ানডেতে আর অধিনায়কত্ব করবেন না। আর জালাল ইউনুস জানিয়েছেন, এশিয়া কাপে খেলবেন না তামিম।