ইংল্যান্ডের চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে পর্দা নেমেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। দ্বিতীয়বারের মতো কুড়ি ওভারের শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নিয়েছে ইংলিশরা। ওয়ানডের পর টি-টোয়েন্টিতেও বিশ্বসেরা জস বাটলারের দল। মানে ডাবল বিশ্ব চ্যাম্পিয়ন এখন তারা।
আসর শেষ হওয়ায় বিশ্বকাপে দারুণ পারফর্ম করা ১১ জন ক্রিকেটার নিয়ে আইসিসি ঘোষণা করেছে বিশ্বকাপের সেরা একাদশ। তাদের সঙ্গে অতিরিক্ত একজন খেলোয়াড় রয়েছে। কিন্তু সেরা একাদশে নেই বাংলাদেশের কোনো ক্রিকেটার।
ওপেনার হিসেবে আছেন অ্যালেক্স হেলস ও জস বাটলার।বাটলার হয়েছেন দলের অধিনায়ক। তিন ও চারে রয়েছেন বিরাট কোহলি ও সুর্যকুমার যাদব। পাঁচে আছেন গ্লেন ফিলিপস।
অলরাউন্ডার হিসেবে জিম্বাবুয়ের সিকান্দার রাজার সঙ্গী হয়েছেন পাকিস্তানের শাদাব খান।
পেস বোলিং আক্রমণে টুর্নামেন্ট ও ফাইনালের সেরা ইংল্যান্ডের স্যাম কারান, দক্ষিণ আফ্রিকার আনরিখ নর্টজের সঙ্গে রয়েছেন পাকিস্তানের পেসার শাহীন শাহ আফ্রিদি। দ্বাদশ খেলোয়াড় হিসেবে দলে জায়গা করে নিয়েছেন ভারতের হার্দিক পান্ডিয়া।