ব্যাট হাতে ঝলক দেখালেন বিরাট কোহলি ও হার্দিক পান্ডিয়া। দুজনেই পেলেন ফিফটির দেখা। তাদের অর্ধ-শতকের ওপর ভর করেই ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ১৬৮ রানের সংগ্রহ গড়েছে ভারত। ১৬৯ রান করলেই ফাইনালে নাম লিখবে ইংলিশরা।
কোহলি ৪০ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় খেলেন ৫০ রানের দুরন্ত এক ইনিংস। হার্দিক ৩৩ বলে উপহার দেন ৬৩ রানের দুর্বার এক ইনিংস। ইনিংসটি সাজান ৪ বাউন্ডারি ও ৫ ছক্কায়। ক্যাপ্টেন রোহিত শর্মার ব্যাট থেকে আসে ২৭। আর সূর্যকুমার যাদব যোগ করেন ১৪ রান।
ইংল্যান্ডের হয়ে তিনটি উইকেট শিকার করেন ক্রিস জর্ডান। একটি করে উইকেট নেন আদিল রশিদ ও ক্রিস ওকস।