টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে দ্বিতীয় সেমি-ফাইনালে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে ইংল্যান্ড। তাই শুরুতে ব্যাট হাতে মাঠে নামছে ভারত।
ইংল্যান্ডের একাদশে পরিবর্তন এসেছে দুটি। দলে ঢুকেছেন ফিল সল্ট ও ক্রিস জর্ডান। তাদের দুজনকে জায়গা করে দিতে ছিটকে গেছেন ডেভিড মালান ও মার্ক উড।
তবে ভারতের একাদশে কোনো বদল আসেনি। ফলে একাদশে রয়ে গেছেন রিশব পান্ত। আর দলের বাইরে রয়ে গেলেন দিনেশ কার্তিক।
ভারত একাদশ: কেএল রাহুল, রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, ভুবনেশ্বর কুমার, মোহাম্মদ শামি ও আরশদীপ সিং।
ইংল্যান্ড একাদশ: জস বাটলার (উইকেটরক্ষক/অধিনায়ক), অ্যালেক্স হেলস, ফিলিপ সল্ট, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, স্যাম কুরান, ক্রিস জর্ডান, ক্রিস ওকস ও আদিল রশিদ।