টাইগাররা ঢাকায়, ফেরেননি সাকিব

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-31 21:46:59

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শেষ করে অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরেছেন টাইগাররা। বিশ্বকাপের আগে স্বাগতিক নিউজিল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে অংশ নিয়েছিল বাংলাদেশ। 

গত ৩০ সেপ্টেম্বর ঢাকা ছাড়ে টিম টাইগার্স। ফলে দীর্ঘ ৩৮ দিন পর দেশের মাটিতে পা রাখল লিটন দাসরা। যদিও দলের সঙ্গে দেশে ফেরেননি ক্যাপ্টেন সাকিব আল হাসান। যাবেন যুক্তরাষ্ট্রে। নিউইয়র্কে ছুটি কাটাবেন পরিবারের সঙ্গে।

সাকিবের সঙ্গে ঢাকায় ফেরেননি নুরুল হাসান সোহান ও মেহেদী হাসান মিরাজও। এই তিন ক্রিকেটার ছাড়া বাকিরা ফিরেছেন দেশে। সোহান ও মিরাজ সিডনিতে আরও কিছুদিন ঘুরে বেড়াবেন নিজেদের মতো করে।

সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়া থেকে দেশে ফেরেন তারা। সোমবার রাত ১১টা ১০ মিনিটের দিকে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছান টাইগাররা। কয়েকদিন বিশ্রামের পরই শুরু হবে ভারতের বিপক্ষে হোম সিরিজের প্রস্তুতি।

এ সম্পর্কিত আরও খবর