টাইগারদের পুঁজি ১২৭

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-24 07:25:25

নেদারল্যান্ডসের জয় আর দক্ষিণ আফ্রিকার বিদায়ে বাংলাদেশের সম্ভাবনা জেগেছে সেমিতে খেলার। স্বপ্ন সত্যি করতে হলে পাকিস্তানকে হারাতে হবে টাইগারদের। সেটা করতে পারলেই প্রথমবারের মতো কোনো আইসিসি টুর্নামেন্টের সেমি-ফাইনালের টিকিট পাবে লাল সবুজের দল। 

আশা জিইয়ে রাখতে ব্যাট হাতে ঝলক দেখান নাজমুল হোসেন শান্ত। তরুণ এ ওপেনার পেলেন দুরন্ত এক ফিফটির দেখা। কিন্তু বাকি ব্যাটসম্যানদের ব্যর্থতায় দলীয় স্কোর বড় হলো না মোটেই। শাহীন শাহ আফ্রিদিদের আগুনে বোলিংয়ে লাল-সবুজের প্রতিনিধিদের সংগ্রহটা হলো না লড়াকু। ফলে সাকিবদের সেমি-ফাইনালের স্বপ্ন এখন অনেকটাই ফিকে।

শান্ত ৪৮ বলে ৭ বাউন্ডারিতে খেলেন ৫৪ রানের দুর্বার এক ইনিংস। ২০ রান আসে সৌম্য সরকারের ব্যাট থেকে। দলীয় স্কোরে ১০ রান যোগ করেন লিটন দাস। বিতর্কিত এলবিডব্লিউ'র শিকার হন ক্যাপ্টেন সাকিব আল হাসান। শেষ দিকে ২৪* রানে অপরাজিত থেকে যান তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন। তাতে বাংলাদেশ ৮ উইকেট হারিয়ে গড়েছে ১২৭ রানের পুঁজি।

শাহীন শাহ আফ্রিদি একাই শিকার করেন ৪ উইকেট। দুটি উইকেট নেন শাদাব খান।

এ সম্পর্কিত আরও খবর