সকালে অ্যাডিলেইড ওভালে অঘটনের শিকার হয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের ১৩ রানে হারিয়েছে নেদারল্যান্ডস। ডাচদের এ জয়ে সেমি-ফাইনালে পৌঁছে গেছে ভারত।
শুরুতে ব্যাট করে ডাচরা সংগ্রহ করে করেছিল ১৫৯ রান। জবাবে ২০ ওভারে ৮ উইকেট খুইয়ে দক্ষিণ আফ্রিকা থেমেছে ১৪৫ রানে।
নেদারল্যান্ডসের জয়ে বাংলাদেশ স্বপ্ন দেখছে সেমিতে খেলার। স্বপ্ন সত্যি করতে হলে পাকিস্তানকে হারাতে হবে। সেটা করতে পারলেই প্রথমবারের মতো কোনো আইসিসি টুর্নামেন্টের সেমি-ফাইনালের টিকিট পাবে লাল সবুজের দল। আর পাকিস্তান জিতলে তারা চলে যাবে শেষ চারে।
ক্ষীণ সম্ভাবনা জিম্বাবুয়েরও আছে সেমিতে উঠার। বাংলাদেশ ও পাকিস্তানকে বৃষ্টির বাধায় পয়েন্ট ভাগাভাগি করতে হবে। সঙ্গে জিম্বাবুয়েকে শেষ ম্যাচে ভারতকে হারাতে হবে বড় ব্যবধানে।
দ্বিতীয় সেমি-ফাইনালে আগামী বৃহস্পতিবার (১০ নভেম্বর) অ্যাডিলেইডে ইংল্যান্ড খেলবে ভারতের বিপক্ষে।