অ্যাডিলেইডে টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে আয়ারল্যান্ডকে ৩৫ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। এ জয়ের পর সেমি-ফাইনালে একরকম পা দিয়েই রেখেছিল কিউইরা। আফগানিস্তানের বিপক্ষে ৪ রানের জয়ের ম্যাচে অস্ট্রেলিয়া ব্যাটিংয়ে বড় স্কোর গড়তে না পারায় শেষ চারের টিকিট নিশ্চিত হয়ে গেছে কেন উইলিয়ামসনদের।
নিউজিল্যান্ড ৩৫ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। ১৮৫ রানের পুঁজি গড়ে কিউইরা আইরিশদের থামিয়ে দিয়েছে ১৫০ রানে।
তিনে নেমে ৩৫ বলে ৩ ছক্কা ও ৫ চারে ৬১ রানের ইনিংস খেলেন ম্যাচসেরা কেন উইলিয়ামসন। আয়ারল্যান্ডের হয়ে হ্যাটট্রিক করেন জশ লিটল। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে এটি দ্বিতীয় হ্যাটট্রিকের ঘটনা।
আফগানিস্তানের বিপক্ষে আগে ব্যাটিং করে অস্ট্রেলিয়া ৮ উইকেটে করে মাত্র ১৬৮ রান। ম্যাচসেরা গ্লেন ম্যাক্সওয়েল খেলেন ৩২ বলে অপরাজিত ৫৪* রানের ঝড়ো ইনিংস। মিচেল মার্শ যোগ করেন ৪৫ রান।
আফগানিস্তান ৭ উইকেট হারিয়ে গুটিয়ে যায় ১৬৪ রানে। রশিদ খান এনে দেন ৪৮* রানের হার না মানা দুরন্ত এক ইনিংস। নাইব ৩৯ ও গুরবাজ ৩০ রান পান।
এ জয়ে সেমি-ফাইনালের আশা জিইয়ে রেখেছে অস্ট্রেলিয়া। আর বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কার।