রুদ্ধশ্বাস জয়ে বিশ্বকাপে টিকে রইল বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-26 11:42:43

নাজমুল হোসেন শান্তর ফিফটির পরও পুঁজিটা ছিল অল্প। তবে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের আগুনে বোলিংয়ে দুর্দান্ত এক জয় ছিনিয়ে নিল বাংলাদেশ। রুদ্ধশ্বাস ও নাটকীয় ম্যাচে প্রতিপক্ষ জিম্বাবুয়েকে ৩ রানে হারিয়েছে টাইগাররা।
 
ক্রিজ পার হওয়ার আগেই বল ধরে ব্লেসিং  মুজারাবানিকে স্টাম্পড করায় শেষ বলটি হয় নো। নাটকীয়তার শুরু। যে কারণে মাঠের বাইরে চলে যাওয়া দুদলকে ডেকে এনে শেষ বলটি আবার খেলানো হয়। ফলে জয়টা হাতছাড়া হতে বসেছিল। জয়ের আশায় বুক বাঁধে জিম্বাবুয়ে।  কিন্তু বোলার মোসাদ্দেক হোসেনের দৃঢ়তায় সেটা সম্ভব হয়নি। তীরে এসে তরী ডুবিয়ে দেয় জিম্বাবুয়ে। হাত ছোঁয়া দূরেই ছিল তারা। শেষ ওভারে দরকার ছিল ১৬ রান। শেষ বলে প্রয়োজন ছিল ৫ রান। কিন্তু মোসাদ্দেক হোসেন দুই উইকেট নিয়ে ১২ রান দিয়ে ব্যাপারটা ভালোভাবে সামাল দিয়ে টাইগারদের জয় নিশ্চিত করেন। 
 
টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দেখাতেই জয় তুলে নিল বাংলাদেশ। তিন ম্যাচে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে সেমি-ফাইনালের আশা জিইয়ে রাখল সাকিব আল হাসানের বাহিনী। প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারানোর পর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে বিধ্বস্ত হয়েছিল টাইগাররা। 
 
জিম্বাবুয়ের হয়ে দুরন্ত এক ফিফটি হাঁকান শন উইলিয়ামস। ৪২ বলে ৮ বাউন্ডারিতে খেলেন ৬৪ রানের চমৎকার এক ইনিংস। রায়ান বার্ল এনে দেন ২৭ রান। রেগিস চাকাভার কল্যাণে দল পায় ১৫ রান।
 
তাসকিন আহমেদ একাই শিকার করেন ৩ উইকেট। মুস্তাফিজুর রহমান পান দুই উইকেট।
 
তার আগে ব্যাট হাতে দ্যুতি ছড়ান নাজমুল হোসেন শান্ত। পেলেন দুর্বার এক হাফ-সেঞ্চুরি। তার ব্যাটিং ঝলকের পরও লাল-সবুজের প্রতিনিধিদের স্কোর বড় হয়নি। জিম্বাবুয়ের বিপক্ষে ১৫০ রানের পুঁজিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের।
 
ওপেনিংয়ে নেমেই ৫৫ বলে ৭ বাউন্ডারি ও ১ ছক্কায় ৭১ রানের দুরন্ত এক ইনিংস খেলেন শান্ত। এটি তার ক্যারিয়ার সেরা ইনিংস। এবং প্রথম ফিফটি।
 
আফিফ হোসেন দলীয় স্কোরে যোগ করেন ২৯ রান। ২৩ রান এনে দেন সাকিব আল হাসান। লিটন দাসের ব্যাট থেকে আসে ১৪। তাতেই নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রানে থামে টাইগারদের সংগ্রহ। বাকি ব্যাটসম্যানরা থেকে যান সিঙ্গেল ডিজিটে।
 
জিম্বাবুয়ের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি। একটি করে উইকেট নেন শন উইলিয়ামস ও সিকান্দার রাজা।
 

এ সম্পর্কিত আরও খবর