ব্যাট হাতে দ্যুতি ছড়ালেন নাজমুল হোসেন শান্ত। পেলেন দুর্বার এক হাফ-সেঞ্চুরি। তার ব্যাটিং ঝলকের পরও লাল-সবুজের প্রতিনিধিদের স্কোর বড় হয়নি। জিম্বাবুয়ের বিপক্ষে ১৫০ রানের পুঁজিতেই সন্তুষ্ট থাকতে হয়েছে বাংলাদেশের ক্রিকেটারদের।
ওপেনিংয়ে নেমেই ৫৫ বলে ৭ বাউন্ডারি ও ১ ছক্কায় ৭১ রানের দুরন্ত এক ইনিংস খেলেন শান্ত। এটি তার টি-টোয়েন্টি ক্যারিয়ার সেরা ইনিংস।
আফিফ হোসেন দলীয় স্কোরে যোগ করেন ২৯ রান। ২৩ রান এনে দেন সাকিব আল হাসান। লিটন দাসের ব্যাট থেকে আসে ১৪। তাতেই নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫০ রানে থামে টাইগারদের সংগ্রহ। বাকি ব্যাটসম্যানরা থেকে যান সিঙ্গেল ডিজিটে।
জিম্বাবুয়ের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারাবানি। একটি করে উইকেট নেন শন উইলিয়ামস ও সিকান্দার রাজা।