অবশেষে টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশ ক্যাপ্টেন সাকিব আল হাসানের। জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে শুরুতে ব্যাটিং বেছে নিয়েছে তিনি। প্রতিপক্ষ জিম্বাবুয়েকে ফিল্ডিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন সাকিব।
বাংলাদেশের একাদশে একটি পরিবর্তন এসেছে। বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ। তার জায়গায় দলে ঢুকেছেন ইয়াসির আলী রাব্বী।
জিম্বাবুয়েও তাদের একাদশে একটি বদল এনেছে। জংওয়ের বদলে দলে জায়গা করে নিয়েছেন চাতারা।
নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম জয়ের পর দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গেছে টাইগাররা। বিপরীতে দক্ষিণ আফ্রিকার সঙ্গে পয়েন্ট ভাগাভাগির পাকিস্তানকে হারিয়ে এখন বেশ উজ্জীবিত জিম্বাবুয়ে।
বাংলাদেশ একাদশ : সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, ইয়াসির আলী রাব্বী, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ : ওয়েসলি মাধভেরে, ক্রেগ আরভিন (অধিনায়ক), মিল্টন শুম্বা, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, রেজিস চাকাভা (উইকেটরক্ষক), রায়ান বার্ল, টেন্ডাই চাতারা, ব্র্যাড ইভানস, রিচার্ড এনগারাভা ও মুজারাবানি।