গ্লেন ফিলিপস হাঁকালেন বিধ্বংসী এক সেঞ্চুরি। পরে ট্রেন্ট বোল্ট উপহার দিলেন ক্যারিয়ার সেরা বোলিং পারফরম্যান্স। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভ পর্বে শনিবার শ্রীলঙ্কাকে ৬৫ রানে ধরাশায়ী করেছে নিউজিল্যান্ড।
সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শুরুতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৭ রানের পুঁজি গড়ে কিউইরা। জবাবে এশিয়ান চ্যাম্পিয়নরা গুটিয়ে যায় ১০২ রানে।
নিউজিল্যান্ডের জয়ের নায়ক ফিলিপস দুবার জীবন পেয়ে খেলেন ৬৪ বলে ১০৪ রানের দারুণ এক ইনিংস। টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয় সেঞ্চুরির ইনিংসটি সাজান তিনি ১০ চার ও ৪ ছক্কায়। ২২ রান করেন দলে ফেরা ড্যারিল মিচেল।
জবাবে ৪ উইকেটে ৮ রানের ধ্বংসস্তূপ থেকে কোনোমতে সম্মানজনক স্কোর পায় শ্রীলঙ্কা। ভানুকা রাজাপাকসে ৩৪ ও দাসুন শানাকা ৩৫ রান এনে দেন। দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি অন্য কেউ।
বোল্ট ৪ ওভারে স্রেফ ১৩ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট। তার আগের সেরা বোলিং ছিল ৩৪ রানে ৪ উইকেট। ২০১৭ সালে রাজকোটে ভারতের বিপক্ষে করেছিলেন এ পারফরম্যান্স।