বৃষ্টিতে অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ম্যাচ পণ্ড

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 22:18:37

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আজ শুক্রবার খেললো কেবল বৃষ্টি। প্রকৃতির বাধায় ভেস্তে গেল অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচ।

বৃষ্টির নাচনের কারণে টসও করতে পারেনি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড। দুদলই পেয়েছে একটি করে পয়েন্ট।

সুপার টুয়েলভে নাম্বার ওয়ান গ্রুপে চার দলের সংগ্রহ সমান ৩ পয়েন্ট। রান রেটে এগিয়ে সবার ওপরে অবশ্য নিউজিল্যান্ড। তাদের পরেই যথাক্রমে রয়েছে ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়া।

মেলবোর্নে আজ শুক্রবার খেলার কথা ছিল আফগানিস্তান ও আয়ারল্যান্ডেরও। কিন্তু বৃষ্টির হানায় বাতিল হয়েছে ম্যাচটি। টসও করা সম্ভব হয়নি। একটি করে পয়েন্ট পেয়েছে দুদল।

এ সম্পর্কিত আরও খবর