নখদন্তহীন বোলিংয়ের পর ব্যাটিংটাও হলো বাজে। তাতেই ব্যর্থতার গল্প লিখল টাইগাররা। দক্ষিণ আফ্রিকার কাছে সাকিব আল হাসানের বাহিনী হার মানল ১০৪ রানের বড় ব্যবধানে।
বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস খেলেন লিটন দাস। ৩১ বলে ৩ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলেন ৩৪ রানের ছোট্ট ইনিংস।
১৫ রান এনে দেন সৌম্য সরকার। মেহেদী হাসান মিরাজ ১১ ও তাসকিন আহমেদ ১০ রান করেন। ১৬.৩ ওভারে টাইগাররা গুটিয়ে যায় ১০১ রানে।
দক্ষিণ আফ্রিকার হয়ে আনরিখ নর্টজে একাই শিকার করেন ৪ উইকেট। তিন উইকেট পান তাবরাইজ শামসি।
তার আগে দুরন্ত ব্যাটিং ঝলক দেখালেন রিলি রোসো। হাঁকালেন দাপুটে এক সেঞ্চুরি। এবারের বিশ্বকাপে এটাই প্রথম শতক। তার শতকের ওপর ভর করে বাংলাদেশের সামনে ২০৬ রানের হিমালয়সম লক্ষ্য ছুঁড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
রোসো ৫৬ বলে ৭ বাউন্ডারি ও ৮ ছক্কায় ১০৯ রানের দারুণ এক ইনিংস খেলেন। কুইন্টন ডি কক ৩৮ বলে ৭ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৬৩ রান এনে দেন।
দুজনের ব্যাটিং দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২০৫ রান।
বাংলাদেশের হয়ে দুটি উইকেট শিকার করেন সাকিব আল হাসান। একটি করে উইকেট নেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন।