রোসোর সেঞ্চুরি, টাইগারদের লক্ষ্য ২০৬

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-09-01 08:38:27

দুরন্ত ব্যাটিং ঝলক দেখালেন রিলি রোসো। হাঁকালেন দাপুটে এক সেঞ্চুরি। এবারের বিশ্বকাপে এটাই প্রথম শতক। তার শতকের ওপর ভর করে বাংলাদেশের সামনে ২০৬ রানের হিমালয়সম লক্ষ্য ছুঁড়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা।
রোসো ৫৬ বলে ৭ বাউন্ডারি ও ৮ ছক্কায় ১০৯ রানের দারুণ এক ইনিংস খেলেন। কুইন্টন ডি কক ৩৮ বলে ৭ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৬৩ রান এনে দেন।
দুজনের ব্যাটিং দৃঢ়তায় নির্ধারিত ২০ ওভারে দক্ষিণ আফ্রিকা ৫ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ২০৫ রান।
বাংলাদেশের হয়ে দুটি উইকেট শিকার করেন সাকিব আল হাসান। একটি করে উইকেট নেন হাসান মাহমুদ ও আফিফ হোসেন।

এ সম্পর্কিত আরও খবর