নিউজিল্যান্ডের কাছে হার দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করেছিল অস্ট্রেলিয়া। অবশেষে ঘরের মাঠের বৈশ্বিক আসরে প্রথম জয়ের দেখা পেল স্বাগতিকরা। মার্কাস স্টয়নিসের ১৭ বলের ফিফটিতে ৭ উইকেটে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে অজিরা। দুরন্ত জয়টা এসেছে ২১ হাতে রেখেই।
শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৭ রানের পুঁজি গড়ে লঙ্কানরা।
শ্রীলঙ্কার হয়ে ওপেনার পাথুম নিসানকা ৪০ রানের দারুণ এক ইনিংস খেলেন। ধনাঞ্জয়া ডি সিলভা যোগ করেন ২৬ রান। চারিথ আসালানকা ৩৮* রান নিয়ে অপরাজিত থেকে যান।
জবাবে ব্যাট করতে নেমে মার্কাস স্টয়নিসের অর্ধ-শতকের ওপর ভর করে ১৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ১৫৮ রানের লক্ষ্য স্পর্শ করে অস্ট্রেলিয়া।
অস্ট্রেলিয়ার হয়ে ১৮ বলে ৪ বাউন্ডারি ও ৬ ছক্কায় ৫৯* রানের হার না অসাধারণ এক ক্রিকেটীয় ইনিংস খেলেন মার্কাস স্টয়নিস। ক্যাপ্টেন অ্যারন ফিঞ্চের ব্যাট থেকে আসে ৩১ রান। গ্লেন ম্যাক্সওয়েল এনে দেন ২৩।