জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশন শুরু করেছে নিউজিল্যান্ড। সুপার টুয়েলভের প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ৮৯ রানে হারিয়েছে কিউইরা। এ নিয়ে ১১ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে জয়ের দেখা পেল ক্যাপ্টেন কেন উইলিয়ামসনের দল।
শুরুতে ব্যাট করতে নেমে ম্যাচসেরা ডেভন কনওয়ে (৯২*) ও ফিন অ্যালেনের (৪২) ঝলকে ৩ উইকেট হারিয়ে ২০০ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে নিউজিল্যান্ড।
জবাবে ১৭.১ ওভারে ১১১ রানেই গুটিয়ে যায় স্বাগতিক অস্ট্রেলিয়া। সর্বোচ্চ ২৮ রান আসে গ্লেন ম্যাক্সওয়েলের ব্যাট থেকে। প্যাট কামিন্স যোগ করেন ২১ রান।
দিনের অন্য ম্যাচে আফগানিস্তানকে ৫ উইকেটে হারিয়েছে ইংল্যান্ড। স্যাম কারান একাই ৫ উইকেট নিলে দুই বল বাকি থাকতেই ১১২ রানেই থামে আফগানদের ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে ১৮.১ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৩ রান তুলে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা।