ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের শিরোপা জিতে নিয়েছে পাকিস্তান। ফাইনালে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ক্যাপ্টেন বাবর আজমের দল। জয়টা ধরা দিয়েছে ৩ বল হাতে রেখেই।
শুরুতে ব্যাট করতে নেমে কেন উইলিয়ামসনের ফিফটিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৬৩ রানের পুঁজি গড়ে নিউজিল্যান্ড।
কিউই অধিনায়ক উইলিয়ামসন ৩৮ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলেন ৫৯ রানের দারুণ এক ইনিংস। গ্লেন ফিলিপস ২৯ ও মার্ক চাপম্যান ২৫ রান নিয়ে ফেরেন।
পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট নেন নাসিম শাহ ও হারিস রউফ। একটি করে উইকেট পান শাদাব খান ও মোহাম্মদ নওয়াজ।
জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে ১৯.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৮ তুলে ট্রফি ট্রফি নিজেদের করে নেয় পাকিস্তান।
ম্যাচসেরা মোহাম্মদ নওয়াজ ৩৮ রান এনে দেন। ৩৪ রান যোগ করেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। তাদের সঙ্গে হায়দার আলী ৩১ ও ইফতিখার আহমেদ ২৫* রান করেন।
নিউজিল্যান্ডের হয়ে দুটি উইকেট নেন মাইকেল ব্রাসওয়েল। একটি করে উইকেট নেন টিম সাউদি, ব্লেয়ার টিকনার ও ইশ সোধি।