টাইগারদের জয়ের লক্ষ্য ২০৯

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-27 23:25:46

ব্যাট হাতে ঝলক দেখালেন ডেভন কনওয়ে ও গ্লেন ফিলিপস। দুজনের দুরন্ত ফিফটিতে রানের পাহাড় গড়েছে নিউজিল্যান্ড। বাংলাদেশের সামনে ছুঁড়ে দিয়েছে ২০৯ রানের হিমালয়সম লক্ষ্য।

কনওয়ে ৪০ বলে ৫ বাউন্ডারি ও ৩ ছক্কায় ৬৪ রানের দুর্বার এক ইনিংস খেলেন। ফিলিপস ছিলেন আরও বিধ্বংসী। ২৪ বলে ২ বাউন্ডারি ও ৫ ছক্কায় ৬০ রানের চোখ ধাঁধানো ইনিংসটি উপহার দেন এ তারকা ব্যাটসম্যান। ওপেনার মার্টিন গাপটিল যোগ করেন ৩৪ রান। সুবাদে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ দাঁড়িয়েছে ২০৮ রান।

বাংলাদেশের হয়ে মোহাম্মদ সাইফউদ্দিন ও এবাদত হোসেন দুটি করে উইকেট নেন। একটি উইকেট পান শরিফুল ইসলাম।

ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে শুরুতে বোলিং বেছে নিয়েছেন ক্যাপ্টেন সাকিব আল হাসান।

এ সম্পর্কিত আরও খবর