নারী এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে জিততে পারল না বাংলাদেশের মেয়েরা। দরকার ছিল মাত্র ৪ রান । মানে একটি বাউন্ডারি হাঁকালেই হতো। কিন্তু শেষে সেটা কেউ করতে পারেননি। ফলে বৃষ্টি আইনে মাত্র ৩ রানে হার মেনেছে নিগার সুলতানার দল। এ হারে সেমি-ফাইনালে উঠার সমীকরণটা একটু কঠিন হয়ে গেল লাল-সবুজের প্রতিনিধিদের জন্য।
বৃষ্টি কারণে ম্যাচের পরিধি কমে আসে ১৮.১ ওভারে। তবে লঙ্কান মেয়েরা ৫ উইকেট হারিয়ে গড়ে ৮৩ রানের পুঁজি। দলের হয়ে ২৮* রানে অপরাজিত থেকে যান নিলাকাশী ডি সিলভা। আর ১৮ রান আসে ওপেনার হার্শিথা সামারাবিক্রম।
বাংলাদেশের হয়ে দুটি উইকেট শিকার করেন রুমানা আহমেদ। একটি করে উইকেট নেন ফাহিমা খাতুন, সানজিদা আক্তার মেঘলা ও জাহানারা আলম।
৭ ওভার বাংলাদেশের জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪১ রান। কিন্তু দেশের মেয়েরা ৭ উইকেট হারিয়ে তোলে ৩৭ রান। ব্যক্তিগত সর্বোচ্চ ১২ রান এনে দেন নিগার সুলতানারা।
লঙ্কানদের হয়ে চার উইকেট শিকার করেন ম্যাচসেরা ইনোকা রানাবীরা। একটি উইকেট পান ওশাদি রানাসিংহে।