টাইগারদের হয়ে ব্যাট হাতে ঠিক সেভাবে কেউ জ্বলে উঠতে পারলেন না। পেলেন না কেউ বড় ইনিংস। ক্যাপ্টেন সাকিব আল হাসান ফিরলেও পরিবর্তন আসলো না পারফরম্যান্সে। ফলে দলও বঞ্চিত হলো বড় ইনিংস থেকে। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৭ রানে সন্তুষ্ট থাকতে হলো বাংলাদেশকে।
টাইগারদের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৩ রানের ইনিংস খেলেন ওপেনার নাজমুল হোসেন শান্ত। শেষ দিকে ১২ বলে ২৫* রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থেকে যান নুরুল হাসান সোহান।
লিটন দাস ১৫ রান নিয়ে ফিরলেও ব্যাটিং লড়াই চালিয়ে যাওয়ার চেষ্টা করেন আফিফ হোসেন। তরুণ এ অলরাউন্ডার যোগ করেন ২৪ রান। অধিনায়ক সাকিবের ব্যাট থেকে আসে মাত্র ১৬ রান।
নিউজিল্যান্ডের হয়ে ট্রেন্ট বোল্ট, টিম সাউদি, ইশ সোধি ও মাইকেল ব্রাসওয়েল।