শুরুতে ফিফটি হাঁকান মুর্শিদা খাতুন। অর্ধ-শতকের দেখা পান নিগার সুলতানাও। পরে আগুনে বোলিংয়ে অভিষেকে হ্যাটট্রিক করে সবাইকে চমকে দেন ফারিহা তৃষ্ণা। ত্রয়ীর ব্যাট-বলের দাপুটে পারফরম্যান্সে নারী এশিয়া কাপে মালয়েশিয়াকে ৮৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১২৯ রানের পুঁজি গড়ে দেশের মেয়েরা। ৬ চারে ৫৪ বলে ৫৬ রান করেন উদ্বোধনী ব্যাটার মুর্শিদা। চারে নেমে ১ ছক্কা ও ৬ চারে ৩৪ বলে ৫৩ রানের চমৎকার এক ক্রিকেটীয় ইনিংস খেলেন ম্যাচ সেরা হন নিগার। শেষে ৮৭ রানে থামে তাদের জুটি।
জবাবে প্রতিপক্ষ মালয়েশিয়া লাল-সবুজের প্রতিনিধিদের কাছে গুটিয়ে যায় স্রেফ ৪১ রানে! ১৩ রানে ৩ উইকেট হারানো মালয়েশিয়া আর খেলায় ফিরতে পারেনি। মালয়েশিয়ার একজন ব্যাটারও দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি। পাঁচজন তো ফেরেন শূন্য রানে।
দ্বিতীয় বোলার হিসেবে মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি অভিষেকে হ্যাটট্রিক করেন তৃষ্ণা। ৪ ওভারে ১২ রান দিয়ে ৩ উইকেট পান বাঁহাতি এ পেসার। ২০১৯ সালে মালদ্বীপের বিপক্ষে অভিষেকে প্রথম এই কীর্তি গড়েছিলেন নেপালের অঞ্জলি চাঁদা।