ভয়ানক বাউন্সারে দুই টুকরো ব্যাটসম্যানের হেলমেট

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-25 13:01:36

টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৯৯ রানে অলআউট করে ক্রিকেট দুনিয়ায় হৈচৈ ফেলে দিয়েছে জিম্বাবুয়ে। ১১৮ রানের পুঁজি গড়েও ১৯ রানের জয়ে উৎসব করেছে আফ্রিকান দলটি।

তবে সেই ম্যাচের অন্য একটি ঘটনা ক্রিকেট দুনিয়াকে স্তব্ধ করে দিয়েছিল কিছুক্ষণের জন্য। পাকিস্তানের পেসার আরশাদ ইকবাল অভিষেক ম্যাচেই প্রায় অঘটনের জন্ম দিয়ে ফেলেছিলেন। অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেলে জয়ের আনন্দের বদলে শোকের সাগরেই ভাসতে পারতো ক্যাপ্টেন ব্রেন্ডন টেলরের দল। তবে শেষমেশ তেমন ভয়ানক কিছু ঘটেনি।

হারারে স্পোর্টস ক্লাবে সপ্তম ওভারের তৃতীয় বলে এগিয়ে মারতে যান তিনাশে কামুনহুকামে। ব্যাটে না লেগে হঠাৎ অভিষিক্ত আরশাদ ইকবালের বাউন্সার আঘাত করে জিম্বাবুয়ের এ ওপেনারের হেলমেটে। সঙ্গে সঙ্গে দুই খণ্ড হয়ে যায় হেলমেটটি। মাঠের সবাই ভয় পেয়ে যান। অজানা আশঙ্কা পেয়ে বসেছিল ক্রিকেটার-ম্যাচ অফিসিয়ালদের।

কিন্তু অবাক করার বিষয় হলো- ভয়ের কিছুই ঘটেনি। কোনো সমস্যাই হয়নি কামুনহুকামের। পরীক্ষা-নিরীক্ষার পর নিজের ইনিংসটিও শেষ করেন। খেলেন দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৪ রানের ইনিংস। তাতেই ১১৮ রানের স্কোর দাঁড়ায় স্বাগতিক দলের।

এ সম্পর্কিত আরও খবর