পাল্লেকেলে টেস্টের তৃতীয় পাল্লেকেলে টেস্টের তৃতীয় দিন ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন লাহিরু কুমারা। সেই চোটই কাল হলো তার জন্য। বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে দর্শক হয়ে গেলেন শ্রীলঙ্কান এ পেসার।
এমআরআই করার পর চোটের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। প্রথম টেস্টের পঞ্চম ও শেষ দিনে আর বোলিং করতে পারবেন না লাহিরু। এখানেই শেষ নয়। একই ভেন্যুতে ২৯ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টেও খেলতে পারবেন না এ ফাস্ট বোলার।
বাংলাদেশের প্রথম ইনিংসে ২৮ ওভার বল করেন লাহিরু। খরচা করেন ৮৮ রান। পান কেবল নাজমুল হোসেন শান্তর উইকেটটি।