ক্রিকেট শিখবেন ব্যাঙ্গালুরু ভক্ত গার্দিওলা!

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-22 10:15:26

আইপিএল শুরুর আগে মস্ত বড় এক ভক্ত যুগিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। ভক্তটি আর কেউ নন। বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট। জ্যামাইকান স্প্রিন্ট সুপারস্টারকে পেয়ে মাঠের লড়াই শুরুর আগে বেশ উজ্জীবিত হয়ে উঠেছিল ক্যাপ্টেন বিরাট কোহলির দল।

এবার আরও এক নামজাদা ভক্ত পেয়ে গেছে আরসিবি। তিনি বিখ্যাত ফুটবল কোচ পেপ গার্দিওলা। ম্যানসিটির এ ফুটবল গুরু ব্যাঙ্গালুরুর জার্সি হাতে ইনস্টাগ্রামে খবরটি দিয়েছেন গার্দিওলা নিজেই।

সঙ্গে গার্দিওলা লিখেন, ‘এবার ক্রিকেট খেলাটা শিখতেই হবে। জার্সি দেওয়ার জন্য বন্ধু কোহলিকে ধন্যবাদ। এবার ম্যানসিটির জার্সি পরার পালা তোমার।’

 
 
 
View this post on Instagram

A post shared by PepTeam (@pepteam)

গত বছর ইনস্টাগ্রামে বিরাট কোহলির সঙ্গে লাইভে এসেছিলেন গার্দিওলা। ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান পুমার সেই আয়োজনে, ভারত সফরে গিয়ে ক্রিকেট শেখার আগ্রহের কথা জানান এ স্প্যানিশ কোচ। যদিও ক্রিকেট তার কাছে দুনিয়ার সবচেয়ে দুর্বোধ্য খেলা। কোহলিদের সঙ্গে বোল্টের সেতু বন্ধনের কাজটিও করেছে পুমা।

এ সম্পর্কিত আরও খবর