প্রথম সেশনে সেঞ্চুরির দেখা পান দিমুথ করুনারত্নে। মধ্যাহ্নভোজ বিরতির পর দ্বিতীয় সেশনে এবার শতকের দেখা পেলেন ধনাঞ্জয়া ডি সিলভা। ১৬১ বলে ১৪ বাউন্ডারিতে ১০৫ রান নিয়ে ক্রিজে আছেন এখন এ অলরাউন্ডার।
চতুর্থ দিন সকালের সেশনে টাইগার বোলাররা বল হাতে কোনো সাফল্যই পাননি। নিষ্প্রভ বোলিংয়ে কোনো উইকেটই পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা। মধ্যাহ্নভোজ বিরিতির পর দ্বিতীয় সেশনের খেলা চললেও তারা ভাঙতে পারেননি তৃতীয় দিনের লঙ্কানদের অবিচ্ছিন্ন দিমুথ করুনারত্নে ও ধনাঞ্জয়ার জুটি। সফরকারীদের হৃদয় ভেঙে উল্টো শতক ছিনিয়ে নিয়েছেন ধনাঞ্জয়া।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ৩৭১ রান তুলেছে শ্রীলঙ্কা। ৩০৫ বলে ১৪ বাউন্ডারিতে ওপেনার করুনারত্নে সংগ্রহ করেছেন ১৪৪ রান।
তার আগে ৩ উইকেটে ২২৯ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করে স্বাগতিক শ্রীলঙ্কা। করুনারত্নে ৮৫ ও ধনাঞ্জয়া ২৬ রানে তৃতীয় দিন শেষে অপরাজিত থেকে যান।
তৃতীয় দিনের প্রথম সেশনেই ৭ উইকেটে ৫৪১ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ওপেনার তামিম ইকবাল (৯০) দশ রানের জন্য শতক মিস করলেও সেঞ্চুরি হাঁকান নাজমুল হোসেন শান্ত (১৬৩) ও ক্যাপ্টেন মুমিনুল হক (১২৭)। মুশফিকুর রহিম (৬৮*) ও লিটন দাস (৫০) অর্ধ-শতকের দেখা পান তৃতীয় দিন এসে।