লিটনের পর সাজঘরে ফিরেছেন মেহেদী হাসান মিরাজ। তবে ৩ রানের বেশি যোগ করতে পারেননি তিনি দলীয় স্কোরে। অর্ধ-শতক পূর্ণ করে সাজঘরে ফিরেছেন লিটন দাসও। বিশ্ব ফার্নান্ডোর বলে ক্যাচ দেওয়ার আগে ৫০ রান তোলেন তারকা এ ব্যাটসম্যান। ব্যক্তিগত স্কোরে তৃতীয় দিন সকালে ২৫ রান যোগ করেই নিজের উইকেট সপে দেন তিনি।
তার আগে তৃতীয় দিনেও ব্যাটিং দাপটটা ধরে রেখে ৫০০ রানের স্কোর ছাড়িয়ে যায় টাইগাররা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৭০ ওভার শেষে লাল-সবুজের প্রতিনিধিদের সংগ্রহ ৬ উইকেটে ৫২৪ রান। হাফ-সেঞ্চুরি করে ফেলেছেন মুশফিকুর রহিম। তার সংগ্রহ এখন ৫৮। তাইজুল ইসলাম দুই রান নিয়ে মুশফিককে সঙ্গ দিচ্ছেন।
৪ উইকেটে ৪৭৪ রানের স্কোর নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। ৪৩ রানে দ্বিতীয় দিন শেষ করে ছিলেন মুশফিকুর রহিম। তাকে সঙ্গ দিয়ে ২৫ রানে অপরাজিত থেকে যান লিটন দাস।