চলতি ফরাসি ওপেনেও মার্গারেট কোর্টকে ছোঁয়া হলো না সেরেনা উইলিয়ামসের। জেতা হলো না রেকর্ড ২৪তম গ্র্যান্ড স্ল্যাম ট্রফি। অ্যাকিলেস ইনজুরি এ মার্কিন কন্যাকে ছিটকে দিয়েছে লাল দুর্গের টুর্নামেন্ট থেকে।
বুধবার বুলগেরিয়ান প্রতিপক্ষ সোভেতানা পিরোনকোভার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ খেলার কথা ছিল ৩৯ বছরের এ টেনিস সুপারস্টারের। কিন্তু সে খেলাটা হতে দেয়নি ইনজুরি। শেষ পর্যন্ত চোটের কাছে হার মেনে সেরেনা নিজেকে প্রত্যাহার করেছেন রোঁলা গারোর আসর থেকে।
আর ওয়াকওভার পেয়ে পিরোনকোভা পৌঁছে গেছেন প্যারিসের এ মেজর টুর্নামেন্টের তৃতীয় রাউন্ডে।
আসরের তিনবারের চ্যাম্পিয়ন সেরেনা চোটটা পেয়েছিলেন ইউএস ওপেনের সেমিফাইনালে ভিক্টোরিয়া আজারেঙ্কার কাছে হারের ম্যাচে।