ক্লে-কোর্টে অ্যান্ডি মারের প্রত্যাবর্তনটা মোটেই সুখকর কিছু হলো না। প্রথম রাউন্ডেই সরাসরি সেটে স্ত্যানিসলাস ওয়ারিঙ্কার কাছে হেরে বিদায় নিলেন ফ্রেঞ্চ ওপেন থেকে।
৩৩ বছরের এ স্কটিশ তারকা সুইস প্রতিপক্ষের কাছে হার মেনেছেন ১-৬, ৩-৬ ও ২-৬ গেমে।
তবে সপ্তম বাছাই পেত্রা কেভিতোভা ঠিকই পৌঁছে গেছেন টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে। চেক প্রজাতন্ত্রের এ তারকা ৬-৩ ও ৭-৫ গেমে হারিয়েছেন ফ্রান্সের ওশিয়ানে ডোডিনকে।
ইউএস ওপেন জয়ী ডোমিনিক থিয়েম খুব সহজে উঠে গেছেন রোঁলা গারোর দ্বিতীয় রাউন্ডে। অস্ট্রিয়ার এ তারকা ৬-৪, ৬-৩ ও ৬-৩ গেমে হারিয়েছেন সাবেক ওয়ার্ল্ড নাম্বার থ্রি ক্রোয়েশিয়ার মারিন চিলিচকে।