টেনিস কোর্টের লড়াইয়ে এখন অনেকটাই পরিপক্ব নাওমি ওসাকা। ইউএস ওপেনের ফাইনালে ঘুরে দাঁড়িয়ে ভিক্টোরিয়া আজারেঙ্কাকে হারিয়ে তার প্রমাণ দিলেন জাপানি এ টেনিস মেগাস্টার। সঙ্গে হারানো রাজ্যত্ব ফিরে পেলেন ওসাকা।
আসরের চতুর্থ বাছাই ওসাকা ১-৬ গেমে হেরে শুরুতে পিছিয়েই পড়ে ছিলেন। প্রথম সেটে হারলেও হাল ছেড়ে দেননি। বরং উজ্জীবিত হয়ে পরের দুই সেট জিতে দেন ৬-৩ ও ৬-৩ গেমে। সঙ্গে নিজের করে নেন টুর্নামেন্টের ট্রফি। এটি তার দ্বিতীয় ইউএস ওপেন শিরোপা। আর সব মিলিয়ে এটি তার তৃতীয় মেজর ট্রফি।
২০১৮ ইউএস ওপেন ও ২০১৯ অস্ট্রেলিয়ান ওপেন জয়ী ওসাকা নিজের গ্র্যান্ড স্ল্যাম ফাইনাল জয়ের রেকর্ডটা ধরে রাখলেন। তিনবার মেজর টুর্নামেন্টের ফাইনালে উঠে তিনবারই শিরোপা জিতে নিলেন এ টেনিস সুপারস্টার।
বেলারুশের তারকা আজারেঙ্কা ২০১৩ সালের পর প্রথম মেজর ফাইনাল খেললেন। কিন্তু দীর্ঘ দিন পর চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারলেন না।