ইউএস ওপেনে আরও একটি ফাইনাল খেলতে যাচ্ছেন নাওমি ওসাকা। শেষ চারের লড়াইয়ে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে চতুর্থ বাছাই এ জাপানি তারকা হারিয়েছেন যুক্তরাষ্ট্রের জেনিফার ব্রাডিকে। পৌঁছে গেছেন ফ্লাশিং মিডোসের শিরোপা নির্ধারণী ম্যাচে।
নিউইয়র্কে ২০১৮ সালের চ্যাম্পিয়ন ওসাকার বিপক্ষে প্রথম সেটে তীব্র প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন প্রতিপক্ষ ব্রাডি। মার্কিন প্রতিপক্ষ সেটটি টাই করেন ৬-৭ গেমে। তবে টাইব্রেকারে আধিপত্য বিস্তার করে খেলেন ওসাকা। এগিয়ে যান ৭-১ গেমে জিতে।
অবশ্য ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় সেট ৬-৩ গেমে জিতে খেলায় সমতায় ফেরেন ব্রাডি। তবে তৃতীয় ও শেষ সেটে আর পাত্তাই পাননি তিনি। ৬-৩ গেমে জিতে ফাইনালের টিকিট ছিনিয়ে নেন ওসাকা।
শিরোপা জয়ের লক্ষ্যে শনিবারের ফাইনালে ২২ বছরের ওসাকা লড়বেন ভিক্টোরিয়া আজারেঙ্কার বিপক্ষে।
সাবেক নাম্বার ওয়ান আজারেঙ্কা সেমি-ফাইনালে হারান ২৩ গ্র্যান্ড স্ল্যাম জয়ী মার্কিন কন্যা সেরেনা উইলিয়ামসকে।