মার্গারেট কোর্টের ২৪তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের রেকর্ড স্পর্শ করার আশা জিইয়ে রেখেছেন সেরেনা উইলিয়ামস। জয়ের ধারা অব্যাহত রেখে এ টেনিস মেগাস্টার পৌঁছে গেছেন ইউএস ওপেনের সেমি-ফাইনালে।
শুরুতে পিছিয়ে পড়লেও পরে ঘুরে দাঁড়িয়ে কোয়ার্টার ফাইনালে সেরেনা হারিয়েছেন সোভেতানা পিরোনকোভাকে।
যুক্তরাষ্ট্রের টেনিস কিংবদন্তি প্রথম সেট হেরে গিয়েছিলেন ৪-৬ গেমে। পরের দুই সেটে বুলগেরিয়ান প্রতিপক্ষকে আর পাত্তাই দেননি। ৬-৩ ও ৬-২ গেমে জিতে শেষ চারের টিকিট নিশ্চিত করেন আসরের ষষ্ঠবারের চ্যাম্পিয়ন সেরেনা।
বর্ষীয়ান এই তারকা ফাইনালে ওঠার লড়াইয়ে খেলবেন সাবেক নাম্বার ওয়ান ভিক্টোরিয়া আজারেঙ্কার বিপক্ষে। যাকে ২০১২ ও ২০১৩ সালের ইউএস ওপেনের ফাইনালে হারিয়ে ছিলেন সেরেনা।