দ্বিতীয় রাউন্ডের বাধা দাপটের সঙ্গেই উতরে গিয়ে ছিলেন সেরেনা উইলিয়ামস। কিন্তু সিনসিনাটি মাস্টার্সে মার্কিন এ টেনিস কিংবদন্তির অভিযাত্রা থেমে গেছে তৃতীয় রাউন্ডেই।
গ্রীক প্রতিপক্ষ মারিয়া সাক্কারির কাছে হেরে ২৩ গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনা বিদায় নিয়েছেন ওয়েস্টার্ন ও সাউদার্ন ওপেন থেকে।
১৩তম বাছাই সাক্কারি অবশ্য প্রথম সেট হেরে পিছিয়ে পড়ে ছিলেন। ৭-৫ গেমে জিতে এগিয়ে ছিলেন সেরেনাই। কিন্তু ঘুরে দাঁড়িয়ে পরের দুই সেট ৭-৬ (৭-৫) ও ৬-১ গেমে সাবেক এ নাম্বার ওয়ানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালের টিকিট ছিনিয়ে নিয়েছেন সাক্কারি।
সেমিফাইনালে উঠার লড়াইয়ে সাক্কারি লড়বেন ব্রিটেনের জোহান্না কোন্টার বিপক্ষে। শেষ আটে তাদের সঙ্গী হয়েছেন জাপানের নাওমি ওসাকা ও বেলারুশের ভিক্টোরিয়া আজারেঙ্কাও।
নিউইয়র্কের এ আসরের শেষ ষোল পর্বের লড়াইয়ে হেরে গেছেন অ্যান্ডি মারেও। কানাডিয়ান তারকা মিলোচ রাওনিচের কাছে সরাসরি ৬-২ ও ৬-২ গেমে ধরাশায়ী হয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছেন এ ব্রিটিশ সুপারস্টার।
তবে পুরুষদের এককের শেষ আটে পৌঁছে গেছেন নোভাক জোকোভিচ। তৃতীয় রাউন্ডে নাম্বার ওয়ান সার্বিয়ান মেগাস্টার ৬-২ ও ৬-৪ গেমে হারান যুক্তরাষ্ট্রের টেননিস স্যান্ডগেনকে।