দ্বিতীয় টেস্টেও করোনায় পজিটিভ কেই নিশিকোরি

টেনিস, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-29 10:25:04

ইউএস ওপেন কোর্টে গড়াতে এখন মাত্র এক সপ্তাহ বাকি। কিন্তু এমন সময়ে খারাপ খবর পেলেন কেই নিশিকোরি। দ্বিতীয় করোনা টেস্টেও পজিটিভ হয়েছেন এ জাপানি টেনিস তারকা।

২০১৪ ইউএস ওপেনের রানার-আপ নিশিকোরি আইসোলেশনে রয়েছেন গত সপ্তাহান্ত থেকে। যে কারণে ৩০ বছরের এ খেলোয়াড় মিস করছেন সিনসিনাটি মাস্টার্স।

গত রোববার, ১৬ আগস্ট প্রথম পরীক্ষায় পজিটিভ হন। শুক্রবার দ্বিতীয় টেস্টেও নিশিকোরির করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। গ্র্যান্ড স্ল্যাম আসর ইউএস ওপেনে খেলতে হলে দুইবার করোনা টেস্টে উত্তীর্ণ হবে। অন্তত দুইবার টেস্টের রিপোর্ট নেগেটিভ আসতে হবে।

৩১ আগস্ট নিউইয়র্কের ফ্লাশিং মিডোসে শুরু হচ্ছে ইউএস ওপেন। মার্কিন জন স্বাস্থ্য কর্তৃপক্ষ সাফ জানিয়েছে, টেস্টে যারা পজিটিভ হয়েছেন তাদের দশ দিন আইসোলেশনে থাকতে হবে।

নিশিকোরি ফ্লোরিডায় কোয়ারেন্টিনে থাকছেন ১ সেপ্টেম্বর পর্যন্ত। কিন্তু ততদিনে ইউএস ওপেন শুরু হয়ে যাবে। যে কারণে টুর্নামেন্ট শুরুর আগে দুবার নেগেটিভ টেস্ট রিপোর্ট দেখাতে পারছেন না তিনি।

এ সম্পর্কিত আরও খবর