কোর্টের লড়াইয়ে প্রথম সেটে পিছিয়েই পড়ে ছিলেন সেরেনা উইলিয়ামস। তবে হাল ছেড়ে দেননি। ঘুরে দাঁড়িয়ে ঠিকই জয় ছিনিয়ে নিয়েছেন সাবেক নাম্বার ওয়ান এ তারকা।
করোনাভাইরাস লকডাউন কাটিয়ে দীর্ঘ ছয় মাস পর খেলায় ফিরে শুরুটা মোটেই ভালো ছিল না সেরেনা। প্রথম সেট হেরে যান ৪-৬ গেমে। পরের দুই সেট ৬-৪ ও ৬-১ গেমে হারিয়ে টপ সিড ওপেনের শেষ ষোল পর্বে উঠে গেছেন এ মার্কিন তারকা।
কেনটাকির এই টেনিস আসরে জিততে ২৩ গ্র্যান্ড স্ল্যামের মালিক সেরেনার লেগেছে দুই ঘণ্টা ১৫ মিনিট।
পরের রাউন্ডে সেরেনার প্রতিপক্ষ তারই বড় বোন ভেনাস উইলিয়ামস। ভেনাস সরাসরি সেটে ৬-৩ ও ৬-২ গেমে ধরাশায়ী করেন ভিক্টোরিয়া আজারেঙ্কাকে।
বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর আগে সর্বশেষ লাটভিয়ার বিপক্ষে ফেড কাপ ম্যাচ খেলেন সেরেনা। এবার টপ সিড ওপেন দিয়ে ফিরলেন কোর্টে। খেলবেন চলতি মাসের শেষে শুরু ইউএস ওপেন ও সেপ্টেম্বরের ফ্রেঞ্চ ওপেনেও।