পালের্মো ওপেনের শিরোপা জিতে নিয়েছেন ফিওনা ফেরো। বিশ্ব টেনিস র্যাঙ্কিং’র ৫৩তম এ খেলোয়াড় চ্যাম্পিয়ন হয়েছেন এস্তোনিয়ান প্রতিপক্ষ চতুর্থ বাছাই অ্যানেট কন্টাভেইটকে হারিয়ে।
গত পাঁচ মাসে এই প্রথম ট্যুর লেভেলের শিরোপা জিতে নিয়েছেন ফিওনা ফেরো। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় ডব্লিউটিএ ট্যুর শিরোপা। ফেরো প্রথম শিরোপা জিতেন ২০১৬ সালে সুইস ওপেনে।
ইতালিয়ান এই টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন হওয়ার পথে ২৩ বছরের ফেরো সরাসরি সেটে ৬-২ ও ৭-৫ গেমে হারান র্যাঙ্কিংয়ের ২২তম খেলোয়াড় কন্টাভেইটকে।
বৈশ্বিক করোনাভাইরাস মহামারীর কারণে মার্চে সব ধরনের টেনিস টুর্নামেন্ট বন্ধ হয়ে যাওয়ার পর এটাই ছিল পুরুষ বা নারীদের প্রথম পেশাদার টেনিস টুর্নামেন্ট।