ন্যায় বিচার না পেলে রাজপথে নামবে আইনজীবীরা: খন্দকার মাহবুব

বিএনপি, রাজনীতি

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তাটো২৪.কম. ঢাকা | 2023-08-20 09:31:26

আদালতে ন্যায় বিচার না পেলে অবশ্যই আইনজীবীরা রাজপথে নামবে, রাজপথ উত্তপ্ত করবে বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় আহবায়ক খন্দকার মাহবুব হোসেন। সোমবার (৯ ডিসেম্বর) খালেদা জিয়ার মুক্তির দাবিতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে তিনি এসব কথা বলেন।

সমাবেশে তিনি বলেন, 'বিচার বিভাগ থেকে আমাদের যে বিচার পাওয়ার কথা ছিল তা অ্যাটর্নি জেনারেলের কারসাজিতে পাচ্ছি না। সর্বোচ্চ আদালত যেখানে একটি মেডিকেল রিপোর্ট চেয়েছে, সেই রিপোর্টটি কেন আদালতে আসছে না? অ্যাটর্নি জেনারেলের কাছে সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী যথা সময়ে সেই রিপোর্ট এসেছিল। কিন্তু আদালতে রিপোর্ট উপস্থাপন না করে বলে গেছেন রিপোর্ট আসে নাই। তাই যদি হয়, আমি মনে করি সর্বোচ্চ আদালতের প্রতি অবমাননা করা হয়েছে।'

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক এই সভাপতি বলেন, 'আমরা এখনো বিশ্বাস করি সুপ্রিম কোর্ট ন্যায় বিচার করবেন, আইনের শাসন কায়েম থাকবে। সেই জন্যই আজকের এই সমাবেশ। এই সমাবেশ আদালতের উপর চাপ সৃষ্টির কোন সমাবেশ না। এই সমাবেশ খালেদা জিয়ার মুক্তির সমাবেশও না। আমরা চাই ন্যায় বিচার।'

এসময় তিনি আশেপাশের দেশগুলোর কথা টেনে বলেন, 'আমরা আশে পাশে দেশের দিকে তাকালে দেখব নওয়াজ শরীফকে হেলিকপ্টারে করে সাজাপ্রাপ্ত অবস্থায় বিদেশে পাঠানো হয়েছে। লালু প্রসাদ যাদবকেও সুপ্রিম কোর্ট থেকে জামিন দেওয়া হয়েছিল। সেখানে যারা আইন উপদেষ্টা ছিলেন। তারা বিচার বিভাগকে বিভ্রান্ত করেন নাই।'

অ্যাটর্নি জেনারেলকে নিয়ে খন্দকার মাহবুব বলেন, 'আমাদের অ্যাটর্নি জেনারেল সর্বোচ্চ আদালতকে বিভ্রান্ত করেছে। সেই দিন তিনি সঠিক ব্যবস্থা নিলে আজকের এই অবস্থার সৃষ্টি হতো না।'

সমাবেশে আরো বক্তব্য রাখেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন, ফোরামের কেন্দ্রীয় সদস্য সচিব মো. ফজলুর রহমান, নিতাই রায় চৌধুরী, তৈমুর আলম খন্দকার, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, মনির হোসেন, মো. আক্তারুজ্জামান, আইয়ুব আলী আশ্রাফী প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর