বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজ গ্রেফতার

বিএনপি, রাজনীতি

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, ঢাকা | 2023-08-30 18:33:23

বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ ও দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নিরাপত্তা বিভাগের প্রধান কর্নেল (অব.) ইসহাককে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (১২ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারের পর এ বিষয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘আজ রাতে সিঙ্গাপুর থেকে দেশে আসার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদকে গ্রেফতার করেছে পুলিশ । এ ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করছি।’

এ বিষয়ে পল্লবী থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক মিরাজুল ইসলাম বলেন, ‘হাফিজ উদ্দিন আহমেদকে ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেফতার করা হয়েছে। তিনি এখন থানায় আছেন। বিস্তারিত তথ্য পরে জানানো হবে।’

পুলিশের মিরপুর বিভাগের উপকমিশনার মুস্তাক আহমেদ বলেন, ‘ডিজিটাল নিরাপত্তা আইনে খালেদা জিয়ার নিরাপত্তা বিভাগের প্রধান কর্নেল (অব.) ইসহাক ও  মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদকে আটক করে পল্লবী থানায় হস্তান্তর করে র‌্যাব-৪। পরে তাদের দুইজনকে গ্রেফতার দেখানো হয়।’

এ সম্পর্কিত আরও খবর