দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ তাদের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে। দলটি ৩০০ আসনের মধ্যে ২৬৩টি আসনে নৌকা প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিষয়টি জানিয়েছেন দলটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
রোববার (১৭ ডিসেম্বর) নির্বাচন ভবনে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ তার শরিকদের জন্য মোট ৩২ আসন ছেড়ে দিয়েছে। এর মধ্যে ৬ দলের শরিকদের জন্য ৬ টি আর জাতীয় পার্টির জন্য ২৬ টি আসন ছেড়েছে দলটি। এই ৩২ টি আসনে আওয়ামী লীগের প্রার্থীদের প্রত্যাহারের আবেদন ইলেকশন কমিশনে জমা দিয়েছে বিপ্লব বড়ুয়া।
এর আগে আওয়ামী লীগ ২৯৮ টি আসনে তাদের প্রার্থী ঘোষণা করেছিল। সেখান থেকে পাঁচটি আসনের প্রার্থীদের মনোনয়ন বাতিল হয়ে যায়।