স্ত্রীর পরকীয়ার জেরে স্বামী অপহরণ, গ্রেফতার এক

ঢাকা, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 20:01:15

বনানী থেকে ব্যবসায়ী হুমায়ুন কবিরকে অপহরণের ঘটনায় অস্ত্র গুলিসহ এক অপহরণকারীকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম, আমজাদ হোসাইন। গ্রেফতারের সময় তার কাছ থেকে ১টি রিভলভার, ২ রাউন্ড গুলি ও ২টি ছুরি উদ্ধার করা হয়।

বুধবার (১১ মার্চ) ভোর রাতে শ্যামপুর থানার জুরাইন করিমুল্লাবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার ও অপহৃত হুমায়ুন কবিরকে উদ্ধার করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু তাহের বার্তা২৪.কমকে বলেন, মামলাটি তদন্তে বেড়িয়ে আসে চাঞ্চল্যকর তথ্য। ভিকটিম হুমায়ুন কবিরের স্ত্রী আমেনা বেগমের সাথে ছিল আমজাদ হোসেনের পরকীয়া সম্পর্ক। এর জের ধরে তাকে হত্যার উদ্দেশ্যে ১ মার্চ বিকাল ৪টায় বনানী থেকে হুমায়ুনকে অপহরণ করে আমজাদ ও তার সহযোগীরা। ওই ঘটনায় ২ মার্চ ভিকটিমের ছেলে বনানী থানায় একটি অভিযোগ দায়ের করেন।

তদন্তকারী কর্মকর্তা আরো জানান, অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্তকালে বিভিন্ন তথ্যের ভিত্তিতে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে অপহরণকারী আমজাদকে গ্রেফতার ও তার হেফাজত থেকে অপহৃত হুমায়ুন কবিরকে উদ্ধার করা হয়।

উদ্ধারের সময় ভিকটিম হুমায়ুন কবিরের হাত-পা বাঁধা অবস্থায় ছিল। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর