আমার মেয়াদেই ২৭-২৮টি মাঠ-পার্ক উন্মুক্ত করবো: সাঈদ খোকন

ঢাকা, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম,ঢাকা | 2023-08-22 13:23:15

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, দায়িত্বভার গ্রহণের সময় বলেছিলাম পুরান ঢাকাকে নতুন রূপে সাজাবো। সেই কাজ অনেকটাই শুরু করে দিয়েছি। আমার মেয়াদ আগামী ১৭ মে পর্যন্ত। এই মেয়াদের মধ্যেই ২৭-২৮টি মাঠ-পার্ক সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেবো।

তিনি বলেন, আমি পরিবর্তনের সূচনা করে দিয়ে গেলাম। সমস্ত কিছু কর্মময় স্মৃতি রেখে গেলাম।

বুধবার (১১ মার্চ) পুরান ঢাকার নব সজ্জিত বাহাদুর শাহ পার্কের উদ্বোধন অনুষ্ঠানে মেয়র একথা বলেন।

সাঈদ খোকন বলেন, আমরা যে সকল মাঠ-পার্ক করেছি সেগুলো আন্তর্জাতিক মানের। বিশ্বমানের পার্ক করে দিয়েছি। আমরা চাই মানুষ পার্কে এসে মন খুলে আড্ডা দিক, সকল প্রকার অনাচার থেকে মুক্ত থাকুক।

বাহাদুর শাহ পার্কের উদ্বোধন অনুষ্ঠানে মেয়র/ছবি: বার্তা২৪.কম

তিনি বলেন, একসময় রাজধানী ছিলো অন্ধকারাচ্ছন্ন। আজ পুরান ঢাকার অলি-গলি এলইডি বাতির আলোয় আলোকিত। আমরা জনসাধারণের জন্য ৫০টি উন্নত মানের পাবলিক টয়লেট নির্মাণ করে দিয়েছি।

মেয়র বলেন, অনেক কাজ করেছি। যতটুক সম্ভব, জীবন-প্রাণ দিয়ে চেষ্টা করেছি। ইতিবাচক ধারা সূচনা করতে সক্ষম হয়েছি। পরবর্তীতে যিনি দায়িত্ব নেবেন এই কাজগুলো এগিয়ে নেবেন সেটাই প্রত্যাশা করছি।

এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর হাসিবুর রহমান মানিক, সারোয়ার হোসেন আলো, সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব শাহ মো. ইমদাদুল হকসহ সংস্থার উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এ সম্পর্কিত আরও খবর